সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানান আয়োজনে কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয় এবং বেলুন এবং ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী জাগরনের অগ্রদূত, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাও আই সিটি তাপ্তি চাকমা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক সুব্রত বিশ্বাস জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, আহসানুল হক,জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা রহমানসহ অনেকে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান মে দিবস, May Day, https://coxview.com/may-day-2/

আজ মহান মে দিবস

  নিজস্ব প্রতিনিধি :আজ ১ মে, বুধবার। মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/