সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কক্সবাজার-টেকনাফ সড়কে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত : ইয়াবা ও অস্ত্র উদ্ধার

কক্সবাজার-টেকনাফ সড়কে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত : ইয়াবা ও অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি; কক্সভিউ:

কক্সবাজারের রামু উপজেলার পানছড়ি বাজার এলাকায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। ওই সময় ৪টি বিদেশি পিস্তলসহ ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ১৪ আগষ্ট (মঙ্গলবার) ভোর রাতে গোলাগুলির এই ঘটনা ঘটে।

জানা যায়, কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়া ঢালা এলাকায় র‌্যাব সদস্যরা চেকপোস্টে গাড়ী তল্লাশীকালে মাদক ব্যবসায়ীরা গুলি ছুঁড়ে, র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় দুই মাদক কারবারী নিহত হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৪টি দেশি-বিদেশি পিস্তলসহ ২ জনের গুলিবিদ্ধ মরদেহ ও সাড়ে চার লাখ ইয়াবাসহ তেল বোঝাই লরী জব্দ করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের নাম নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১) বলে জানা গেছে। তাদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।

র‍্যাবের দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী। একটি তেলের লরিতে করে বিপুলসংখ্যক ইয়াবা ও আগ্নেয়াস্ত্র পাচার করছিলেন তারা।

র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি হাসান জানান, ভোর থেকে কক্সবাজার- টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় র‍্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। সকালে টেকনাফ থেকে আসা একটি তেলের লরিকে থামাতে চাইলে সেটি থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ি। র‍্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ হয়। এতে তেলের লরিতে থাকা দু’জন নিহত হন।

তেলের লরিতে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সূত্রে নিহতের নাম জানা গেছে। তেলের লরিটি একই এলাকার হারুন অ্যান্ড ব্রাদার্সের বলেও জানান মেজর মেহেদি হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/