সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / কক্সবাজার শহরে পাহাড় ধসে নিহত ৫

কক্সবাজার শহরে পাহাড় ধসে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড় ধসে মালেশিয়া প্রবাসী মোঃ জামালের চার সন্তান পাহাড় ধসে মাটি চাপায় মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মা ছেনুয়ারাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। ২৫ জুলাই বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত পাঁচ শিশু হলো—দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকা মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবদুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)। এর সবাই ভাই-বোন।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৬টার দিকে শহরের বাঁচামিয়ার ঘোনা এলাকায় ৭০-৮০ ফুট উঁচু একটি পাহাড় ধসে সৌদিপ্রবাসী জামাল হোসেনের বাড়ির ওপর পড়ে। এ সময় ভারী বৃষ্টি হচ্ছিল। ঘরের সবাই তখন ঘুমিয়ে। পরে স্থানীয় লোকজন মাটি সরিয়ে ওই পরিবারের চার ভাইবোন ও তাদের মা ছেনুয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের ইনচার্জ শেফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার মডেল থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন আহমেদে জানান, বাড়ির পার্শ্ববর্তী পাহাড় বাড়ির ওপর ধসে পড়লে এই ঘটনা ঘটে। পরে ওই চার শিশুকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/