সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার সৈকতে জঙ্গিবিরোধী গণস্বাক্ষর : পর্যটকদের ব্যাপক সাড়া

কক্সবাজার সৈকতে জঙ্গিবিরোধী গণস্বাক্ষর : পর্যটকদের ব্যাপক সাড়া

দীপক শর্মা দীপু; কক্সভিউ :

‘স্বাধীন বাংলায় জঙ্গিদের ঠাঁই নাই,’ ‘জঙ্গিবাদ ধর্মের শত্রু’ ‘হঠাও জঙ্গি বাঁচাও দেশ’ ‘জঙ্গি তোরা মানুষ নয়’-এসব নানা জঙ্গিবিরোধী ফেস্টুন আর শ্লোগানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে কক্সবাজারে ‘জঙ্গিবিরোধী গণস্বাক্ষর’ কর্মসূচি পালন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

৫ এপ্রিল সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণি পয়েন্টে জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করে। এসময় ৫শ ফুট সাদা কাপড়ের উপর জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর এর আয়োজন করা হয়। ৩ ঘন্টার এই গণস্বাক্ষরের সাদা কাপড়ে সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রীসহ ২ সহস্রাধিক পর্যটক স্বাক্ষর করে। গণস্বাক্ষরে অংশগ্রহণকারি সবাই জঙ্গিদের ধিক্কার জানান আর জঙ্গিবাদ হঠাতে সবাই ঐক্যমত পোষণ করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় বলেন-‘স্বাধীন বাংলাদেশে জঙ্গিবাদ মাথা ছারা দিয়ে উঠার চেষ্টা করছে। কিন্তু কখনো তা সম্ভব হবেনা। ছাত্রলীগসহ দেশের জনগণ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তাই সচেতনতা সৃষ্টির জন্য গণস্বাক্ষরসহ নানা কর্মসূচি অব্যাহত রেখেছে ছাত্রলীগ।’ কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন
তামিম বলেন-‘ছাত্রলীগ যতদিন থাকবে ততদিন এই দেশে জঙ্গিবাদসহ কোন অপশক্তির আশ্রয় হবেনা। ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে জঙ্গিদের এদেশ থেকে উৎখাত
করতে।’

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

হঠাৎ উত্তাল ঈদগাঁও : টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ : দু’পক্ষের প্রতিবাদ সমাবেশ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচনী আমেজে হঠাৎ উত্তাল হয়ে পড়েছেন কক্সবাজারে ঈদগাঁওর রাজপথ। মহাসড়কের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/