সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / কুতুবদিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুতুবদিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলায় ৮ সেপ্টম্বর (শনিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় ইপসা এনজিওর সহযোগিতায় (ইউএসডিএ) এং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর অর্থায়নে “সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস/১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে দিবসটির উপর এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, আনন্দ স্কুলের টিসি সিরাজুল ইসলাম, ইপসার প্রজেক্ট কো-অডির্নেটর নুর মোহাম্মদ, প্রোগ্রাম অফিসার মো: বেলাল উদ্দিন, ইপসার কর্মকর্তা মাহমুদ বেলাল, হুমাইরা বেগম প্রমুখ।

এ সময় সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এছাড়াও স্থানীয় ইপসা এনজিওর সহযোগিতায় (ইউএসডিএ) এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর অর্থায়নে “সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপজেলার ৫৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/02/Eidgong-Madrasha-24-2-2024.jpg

ঈদগাঁওতে বায়তুল মোকাদ্দেস জামে মসজিদ ও নূরানী মাদ্রাসার পুরস্কার বিতরণ

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওতে বায়তুল মোকাদ্দেস জামে মসজিদ ও নূরানী ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/