সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / খুটাখালীকে পরাজিত করলো কক্সবাজার : ঈদগাঁওতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের বণাঢ্য উদ্বোধন

খুটাখালীকে পরাজিত করলো কক্সবাজার : ঈদগাঁওতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের বণাঢ্য উদ্বোধন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আড়াই ভরি ওজন স্বর্ণের বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। ২৫ মার্চ বিকেলে ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার দশর্কদের করতালিমুখর ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে এ টুর্ণামেন্টের জমকালো উদ্বোধন হয়।

উক্ত টুর্ণামেন্ট উদ্বোধন করেন- সদর রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জালালাবাদ আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, প্রবাসী ফকরুদ্দিন কাজল, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দিন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সদস্য সচীব আবুবক্কর ছিদ্দিক বান্ডি, ঈদগাহ রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ উদ্দিন রাশেল, সাধারন সম্পাদক আবুহেনা বিশাদ, ইসলামাবাদ যুবলীগ সম্পাদক দিদারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল করিম, মিজানুল হক, ওয়াহিদসহ আরো অনেকে।

ম্যাচ রেফারীর দায়িত্বে ছিলেন- ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবদুল মজিদ খাঁন। উদ্বোধনী খেলায় কক্সবাজার খেলোয়াড় সমিতি খুটাখালীকে দুই গোলে পরাজিত করে।

উল্লেখ্য যে, এ টুর্ণামেন্টে বৃহত্তর ঈদগাঁও ছাড়াও চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজারের উখিয়া, চকরিয়া, পেকুয়া, মালুমঘাট, টেকনাফ, ডুলাহাজারা ও রামু থেকে শক্তিশালী টিম অংশগ্রহণ করেছে।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/