সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় লামায় প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় লামায় প্রস্তুতি সভা

সংগৃহীত ফটো

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
ঘূর্ণিঝড় ‘মোরা’-এর ক্ষয়ক্ষতি কমাতে বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, নির্বাহী অফিসার খিন ওয়ান নু, ওসি মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, বিদ্যুতের আবাসিক প্রকৌশলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় যেসব স্থানে ঘূর্ণিঝড়ের প্রভাবে জনসাধারণের জান-মালের ক্ষতিসাধন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব এলাকা ছেড়ে সরকারি স্কুলগুলোতে আশ্রয় নেয়ার জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হয়। পাশাপাশি সোমবার দুপুর থেকেই পৌরসভা এলাকাসহ ইউনিয়নগুলোতে পৃথক মাইকিং করারও নির্দেশ দেয়া হয়েছে।

লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী জানান, বিগত সময়ে অসচেতনার কারণে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এলাকার সাধারণ মানুষদের ঘরবাড়িসহ জান-মালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। তাই পূর্বেই এলাকার জনসাধারণকে সজাগ করতে মাইকিং করা হচ্ছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়স্থল হিসেবে ঠিক করা, ফায়ার বিগ্রেড, বিদ্যুৎসহ আইনশ্খৃংলা রক্ষাকারী বাহিনীকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানান নির্বাহী অফিসার খিনওয়ান নু।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/