সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / চকরিয়ায় বজ্রপাতে যুবক নিহত : নারীসহ আহত ৪

চকরিয়ায় বজ্রপাতে যুবক নিহত : নারীসহ আহত ৪


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় আকস্মিক বজ্রপাতে মো. ইকবাল (২০) নামের এক যুবক নিহত ও নারীসহ ৪জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বৃষ্টির সাথে পড়া বজ্রপাতে উপকূলীয় ইউনিয়ন কোনখালীর পুরুত্যাখালী গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত মো.ইকবাল পুরুত্যাখালী গ্রামের মৃত এলাহাদাতের ছেলে। আহতরা কলেন, ঢেমুশিয়ার নাজেম উদ্দিনের ছেলে সেকাবউদ্দিন সরওয়ার (২৮), আবুুল বশরের স্ত্রী জনোয়ারা বেগম (৫৫), ওসমান গণির স্ত্রী বুলবুল জন্নাত (৩৮) ও রেজাউল করিমের স্ত্রী রোজিনা বেগম (৪০)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, পুরুত্যাখালী এলাকার মৃত এলাহাদাতের বাড়ির উঠানে বসে গল্প করছিল মেহমানসহ ঘরের লোকজন। হঠাৎ প্রচন্ডবেগে বৃষ্টির সাথে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলে ইকবাল মারা যায়। আহত হয় বেড়াতে আসা নারীসহ ৪জন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, বজ্রপাতে হতাহতের ঘটনাটি ইউপি চেয়ারম্যান মুঠোফোনে আমাকে জানিয়েছেন। এখনো লিখিতভাবে পাইনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

অ্যাড: মোঃ সালাউদ্দিন চৌধুরী এর মৃত্যুতেকক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ https://coxview.com/shok-300-salauddin-chowdhury-5-9-2000/

অ্যাড: মোঃ সালাউদ্দিন চৌধুরী’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ : আগামীকাল জানাজা

প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার পৌরসভার পল্লবী লেইন, দক্ষিণ টেকপাড়া নিবাসী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/