সাম্প্রতিক....
Home / জাতীয় / জঙ্গি হামলা ঠেকাতে গোয়েন্দা সংস্থা ব্যর্থ

জঙ্গি হামলা ঠেকাতে গোয়েন্দা সংস্থা ব্যর্থ

Ershad

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সম্প্রতি গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্ট ও শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলা ঠেকাতে আমাদের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন। তাদের পদচ্যুত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানিয়েছেন জাপা চেয়ারম্যান।

তিনি বলেছেন, ‘গুলশানের মত অভিজাত এলাকায় কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে নিরীহ মানুষ হত্যা করলো। অথচ গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে কিছুই জানতে পারলো না। এক্ষেত্রে দেশের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে। তাদের বাদ দেয়া উচিত।’

রোববার (১০ জুলাই) দুপুরে তিনদিনের ব্যক্তিগত সফরে রংপুর নগরীর দর্শনায় তার পল্লীনিবাস বাসভবনে অবস্থানকালে সংবাদ মাধ্যমকে তিনি এসব কথা বলেন।

বিশ্ববাসীর কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘দেশের সঙ্কট নিরসনে আমি সব দলকে নিয়ে আলোচনায় বসতে বলেছিলাম। কিন্তু সেটাতে কাজ হবে না। সরকারকেই খুঁজে বের করতে হবে- কারা জঙ্গিবাদের মদতদাতা। এ ঘটনার মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে ছোট হয়েছি।’

এরশাদ আরো বলেন, ‘গুলশান ও শোলাকিয়ায় কয়েকজন জঙ্গি নিরীহ মানুষ হত্যা করলো। অথচ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে কিছুই জানতে পারলো না। তারা ব্যর্থ গোয়েন্দা সংস্থা।’ এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর যারা দায়িত্বে অবহেলা করেছে তাদের বাদ দিন।’

এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান এরশাদ। পরে তিনি সড়কপথে পল্লীনিবাস বাসভবনে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ  জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র:banglamail24.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/