সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এবার বিতর্কিত বিকল্প পদ্ধতিতে ‘বাদশা’র প্রদর্শনী

এবার বিতর্কিত বিকল্প পদ্ধতিতে ‘বাদশা’র প্রদর্শনী

Badsha - Poster

সারাদেশে ৫৮টি হলে মুক্তি পেলেও চট্রগ্রামে সিনেমা হল পায়নি জিৎ-ফারিয়া অভিনীত ঈদ চলচ্চিত্র ‘বাদশা’। এবার তাই বিতর্কিত বিকল্প প্রদর্শনীর পথই বেছে নিয়েছে যৌথ-প্রযোজনার এ বাণিজ্যিক চলচ্চিত্র।

চট্রগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ১৩ জুলাই পর্যন্ত প্রদর্শিত হবে এই চলচ্চিত্রটি। প্রতিদিন দুপুর ১২টা, বিকাল ৩টা, সন্ধ্যা ৬টায় তিনটি শো প্রদর্শিত হবে।

সম্প্রতি, রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ চলচ্চিত্রের সূত্র ধরে বিকল্প পদ্ধতিতে বাণিজ্যিক ছবির প্রদর্শন নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন দেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট একাংশ। তারা মনে করেন, সুস্থ সংস্কৃতি চর্চার স্থান হিসেবে ব্যবহৃত স্থানীয় মিলনায়তনগুলোর এমন ব্যবহারে তার স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, রোববার থেকে চট্টগ্রামে প্রদর্শিত হবে বাদশা সিনেমাটি। জাজ-এর কর্ণধার আবদুল আজিজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দুপুরে বাংলামেইলকে বলেন, ‘ঢাকা ও কলকতা যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করা হয়েছে। ঈদের দিন মুক্তি পাওয়ার পর কলকতার মত ঢাকাও ব্যাপক সাড়া পাওয়া গেছে। আশা করছি চট্টগ্রামেও এটির ব্যাপক সাড়া পাওয়া যাবে। যে কোনো ছবি তৈরির পর দর্শক প্রিয়টা থাকলে ছবিটির চাহিদা বাড়ে। মুক্তি পাওয়ার পর এটিরও দর্শক প্রিয়টা বাড়ছে।’

সিনেমাটি পরিচালনা করেছেন যাদব ও আব্দুল আজিজ। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। এতে জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

সূত্র:banglamail24.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/