সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সুপার ১২’?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সুপার ১২’?

Sports - ICC

২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে আরো দুটি দল যুক্ত হতে পারে। সেক্ষেত্রে সুপার টেন বদলে এই পর্বের নাম হবে ‘সুপার ১২’।

সোমবার এডিনবার্গে শুরু হওয়া আইসিসির বার্ষিক সাধারণ সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

হংকং ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টিম কাটলার ইএসপিএনক্রিকইনফো বলেছেন, ‘প্রথম রাউন্ড থেকে দুটি করে দল গিয়ে সুপার ১২ তৈরি করবে।’

এটা বাস্তবায়ন হবে বলেই মনে করছেন কাটলার, ‘মনে হচ্ছে, এই ফরম্যাটে সবাই রাজি। আশা করছি, আরো দুটি দল মূল পর্বে খেলবে। কোয়ালিফায়ারে দলের সংখ্যা ১৮ হওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু এখনকার হিসেবে অংশগ্রহণকারী ১৬ দল থেকে হবে সুপার ১২। এটা একটা সঠিক সিদ্ধান্ত।’

সর্বশেষ ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬টি দল অংশ নেয়। এর মধ্যে আট দল সরাসরি নাম লেখায় মূল পর্বে।

বাকি ৮টি দলকে দুই গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বের আদলে প্রথম পর্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সেখান থেকে দুই গ্রুপ চ্যাম্পিয়ন চলে যায় মূল পর্বে। এই দুই দল ও সরাসরি আসা ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলে সুপার টেন।

সূত্র:risingbd.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/