সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ন্যাশনাল টাস্কফোর্স প্রতিনিধি দল

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ন্যাশনাল টাস্কফোর্স প্রতিনিধি দল

 

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

বাংলাদেশ সচিবালয়ের ৩ সচিবের নেতৃত্বে ন্যাশনাল টাস্কফোর্স প্রতিনিধি দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

বুধবার ২৩ আগষ্ট সকাল সাড়ে ৯টারদিকে ন্যাশনাল টাস্কফোর্স কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডঃ ইশতিয়াক উদ্দিন আহমেদ, প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, এনজিও সংস্থা আইওএমের বাংলাদেশ প্রধান পেপে সিদ্দিকী, চট্টগ্রামের বনসংরক্ষক ডঃ জগলুল হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা আলী কবিবের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উখিয়া উপজেলার কুতুপালং ও বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প শেষ করে বেলা ১২টারদিকে টেকনাফের হ্নীলায় অবস্থিত লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এসময় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জোমাদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, সহকারী বন সংরক্ষক দেওয়ান মোহাম্মদ আব্দুল হাই আজাদ, টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান, রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার বড়ুয়া, বিট কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ও হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার এবং রোহিঙ্গা বস্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত প্রতিনিধি দল রোহিঙ্গা বস্তি ঘুরে ফিরে দেখেন এবং বিভিন্ন সমস্যার কথা শুনেন। ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরের পর কক্সবাজার উদ্দ্যেশে রওয়ানা হন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ইসলামাবাদে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ : আহত ৮

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/