সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / কুতুবদিয়া খেলোয়াড় সমিতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৭ উদ্বোধন

কুতুবদিয়া খেলোয়াড় সমিতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৭ উদ্বোধন

এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ২৩ আগষ্ট (বুধবার) বিকাল ৪টার সময় কুতুবদিয়া খেলোয়াড় সমিতির উদ্যোগে বড়ঘোপ বাজারের পশ্চিম পাশে সমুদ্র সৈকতে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। কুতুবদিয়া খেলোয়াড় সমিতির প্রধান উপদেষ্টা ও কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সুজন চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এড.ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম ফেরদৌস, উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আছাদ উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম ফরহাদ, প্রচার সম্পাদক শাহাজাহান সিকদার, খেলোয়াড় সমিতির উপদেষ্টা মিজানুর রহমান টিটু, মাষ্টার আক্কাস উদ্দিন, মাষ্টার সমির শীল, মিজবাহ উদ্দিন ইকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ সালাম কুতুবী, আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি মনির আহম্মদ মাতবর, খেলোয়াড় সমিতির সভাপতি আতিকুর রহমান (আতিক), সাধারণ সম্পাদক আব্দু রশীদ বাদশা, সমাজসেবক নাছির উদ্দিন, মাষ্টার জকরিয়াসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্টান শেষে ২ দলের কৃতি ফুটবলাররা মাঠে প্রবেশ করেন। এক দিকে অংশ গ্রহণ করেন কুতুব পি এস জি ক্লাব অন্যদিকে রিয়াল মাদ্রিদ। উভয় দল বেশ কয়েকটি ভাল সুযোগ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত কাজে লাগাতে পারে নাই। যার কারণে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হতে হয়। খেলায় রেপারীর দায়িত্ব পালন করেন মাষ্টার বিমল শীল। সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন সালাহ উদ্দিনও দিদার।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/