সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ডিসি সাহেবের বলিখেলা শুরু প্রথম দিনে ২৬ জোড়া বলীর তীব্র লড়াই

ডিসি সাহেবের বলিখেলা শুরু প্রথম দিনে ২৬ জোড়া বলীর তীব্র লড়াই

Mela

এম.বেদারুল আলম; কক্সভিউ :

কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলিখেলার ৬১তম আসরের ১৫ এপ্রিল বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত উক্ত বলিখেলা ও বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন কক্সবাজারের ঐতিহ্য এবং গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির আধার হচ্ছে বলি খেলা ও বৈশাখী মেলা।

বাঙ্গালীয়ানার আবহমান সংস্কৃতি বিশ্বের দরবারে উপস্থাপন করতে। বৈশাখী মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারি শাখার উপ পরিচালক আ ফ ম আলা উদ্দিন খাঁন, জেলা আ’লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি মোঃ আনোয়ারুল নাসের, গ্রামীণ ফোন কক্সবাজার অঞ্চলের ম্যানেজার মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অনুপ বড়ুয়া অপু, মেলা উদ্যাপন পরিষদের সদস্য সচিব হেলাল উদ্দিন, কবির, সদস্য শাহিনুল হক মার্শাল।

মেলার প্রথম দিনে ২৬ জোড়া বলি খেলায় অংশগ্রহণ করে। ২নং বাছাই এ মহেশখালীর নজরুল বলি ও বজল বলীর খেলা সকলের নজর কাটে।

স্টেডিয়ামের বাইরে সংলগ্ন ঈদগাহ মাঠে নাগরদোলা, হস্তশিল্প, কারু শিল্প, মুড়ি মুড়কি, বাতাসা, কুটির শিল্প, তাঁত শিল্প, মৃৎ শিল্পের স্টলে বিকিকিনি হয়। বলিখেলার আসর আজ শেষ হলেও মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

জানা যায়, ১৯৫৬ সালে তৎকালীন মহকুমা প্রশাসক মোহাম্মদ জাকারিয়া স্থানীয় যুবকদের মাঝে ক্রীড়া চর্চার সংস্কৃতি ছড়িয়ে দিতে বলী খেলা চালু করেন। সেই সময় থেকে অদ্যবধি তা চলে আসছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ কারাগারে

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিক আহমদকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/