সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় দু’হত্যা মামলায় জড়িতরা আদালতে জবানবন্দী স্বীকারোক্তি

পেকুয়ায় দু’হত্যা মামলায় জড়িতরা আদালতে জবানবন্দী স্বীকারোক্তি

Court

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের তৎপরতায় চাঞ্চল্যকর দু’হত্যা মামলার ধৃত আসামীরা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদানের খবর পাওয়া গেছে। ফলে, দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট মামলাগুলোর ন্যায় বিচার সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেছে পুলিশ।

জানা যায়, গত মাসে উপজেলার সদর ইউনিয়নে বখাটে ছেলে ধারালো অস্ত্রে কুপিয়ে খুন করে তার মাকে। এঘটনায় যথারীতি মামলা রুজু হয়। পুলিশ ঘটনায় জড়িত স্থানীয় বাইম্মেখালী সাকুরপাড়া এলাকার নুরুল ইসলামের বখাটে পুত্র মায়ের খুনী মোঃ আজিজুর রহমানকে অব্যাহত সাড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল-হাজতে পাঠায় পুলিশ। সম্প্রতি ধারালো অস্ত্রে কুপিয়ে মা হত্যার ঘটনায় জড়িত আসামীর রিমান্ড আবেদন জানানোয় বিজ্ঞ আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মায়ের খুনী পুত্র আজিজুর রহমান ঘটনার বিষয়ে তথ্য জানিয়ে বলেন, মাকে খুন করে সে প্রথমে ফেনী চলে যায়। একপর্যায়ে পুলিশের তৎপরতায় ধরপাকড় এড়াতে সে রাতের আঁধারে রামগড় পাড়ি দিয়ে বান্দরবান চলে যায়। সেখানেও পেকুয়া থানার পুলিশের দৌঁড়ঝাপ দেখে গোপনে জায়গা বদলে লোহাগাড়ায় এসে অবস্থান নিলেও শেষ রক্ষা হয়নি তার। এসময় লোহাগাড়া থানা পুলিশের সহায়তায় ছেলের হাতে মা খুনের প্রধান আসামী আজিজুর রহমান গ্রেপ্তার হয় পেকুয়া থানা পুলিশের হাতে।

বখাটে ছেলের ধারালো অস্ত্রে কুপিয়ে মা খুনের চাঞ্চল্যকর ঘটনায় দঃবিঃ ৩০২ ধারায় দায়েরকৃত মামলা নং-০৫/২০-০৩-২০১৬র’ তদন্ত কর্মকর্তা এস.আই বিমল কান্তি দে জানিয়েছেন, থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দ্দেশে ধারালো অস্ত্রে কুপিয়ে মা হত্যাকারী বখাটে পুত্রের রিমান্ড আবেদন জানিয়ে জিজ্ঞাসাবাদে আনি। জিজ্ঞাসাবাদকালে সে কুপিয়ে হত্যার কথা বর্ণনা করায় গত ১৩ এপ্রিল আদালতে সোপার্দ্দ করলে ধৃত ১৬৪ধারায় বিজ্ঞ বিচারকের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে।

অপরদিকে, একই মাসে ইউপি নির্বাচনী প্রচারণার ব্যস্ত সময়ে উপজেলার টইটং ইউনিয়নে গলা কেটে জবাইয়ের মাধ্যমে এক সিএনজি চালক হত্যাকান্ড সংঘঠিত হয়। এঘটনায়ও পেকুয়া থানায় যথারীতি মামলা রুজু করা হয়। যার মামলা নং-০৭/২৭-০৩২০১৬। ৩০২/৩৪দঃবিঃ ধারায় মামলা রুজুর পর পরই পেকুয়া থানা পুলিশ সাড়াশি অভিযান পরিচালনা করে সিএনজি চালক খুনের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত হিসাবে টইটং ইউনিয়নের কাচারী পাহাড় এলাকার মৃত আবু তালেবের পুত্র রেজাউল করিম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে। চাঞ্চল্যকর এ মামলার তদন্ত কর্মকর্তা এস.আই সুমন চন্দ্র নাথ জানিয়েছেন, জিজ্ঞাসাবাদকালে সে খুনের সাথে জড়িতের কথা বর্ণনা করলে ১৩ এপ্রিল ধৃত আসামী রেজাউল করিমকে আদালতে সোপর্দ্দ করা হয়। এসময় সে বিজ্ঞ বিচারকের নিকট ১৬৪ ধারায় ঘটনায় জড়িতের বিষয় উল্লেখ করে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে।

পেকুয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিচ্ছিন্ন ভাবে সংঘঠিত হত্যার ঘটনায় চাঞ্চল্যের জন্ম দিলেও যথারীতি জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আর জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় সংশ্লিষ্টতার বিষয় নিশ্চিত হওয়ায় আইনী প্রক্রিয়ায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী গ্রহনও সম্পন্ন করেছে পুলিশ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার মমতাজুল ইসলামের; কক্সভিউ ডট কম; https://coxview.com/press-conference-election-sagar-30-4-24/

ঈদগাঁওতে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার মমতাজুল ইসলামের

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/