সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দক্ষিণ এশিয়ায় করোনা কম শক্তিশালী!

দক্ষিণ এশিয়ায় করোনা কম শক্তিশালী!

করোনার বিধ্বংসী শক্তি বিভিন্ন জায়গায় বিভিন্নরকম। যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনে করোনার যে তীব্রতা বাংলাদেশে বা ভারতে তেমন নয়। পুরো দক্ষিণ এশিয়ায় করোনার মৃত্যুহার অনেক কম। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস এর মতামত এমনটাই।

যুক্তরাষ্ট্রের এ গবেষণা সংস্থার মতে, ভারতসহ দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ায় করোনাভাইরাসের যে সাব-টাইপ ছড়িয়েছে সেটি ইউরোপ এবং অন্যান্য দেশের মতো মারাত্মক নয়। এর ধ্বংসের ক্ষমতা করোনার সব টাইপের তুলনায় অনেকটাই কম।

মার্কিন সংস্থাটির গবেষকরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনার নমুনা সংগ্রহ করে তা নিয়ে গবেষণা চালান। এবং নিজেদের গবেষণার ওপর ভিত্তি করে করোনাকে তিনটি উপজাতিতে ভাগ করেছেন তারা। কোভিড -১৯ এর এই তিনটি বিভাগকে এবি এবং সি বিভাগে ভাগ করা হয়েছে। এ এবং সি’র তুলনায় বি অনেকটাই দুর্বল।

মার্কিন গবেষণা সংস্থাটি বলছে, ভারত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় এ ভাইরাসের বি উপজাতিটিই ছড়িয়েছে।

 

সূত্র:somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

গত দেড়মাসে ৩টি পাহাড় কেটে সাবাড় : পাহাড়খেকো আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ?

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পাহাড় কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকলেও এসবের কোনো কিছুই ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/