সাম্প্রতিক....
Home / জাতীয় / দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়নি: এরশাদ

দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়নি: এরশাদ

(ফাইল ছবি)

বর্তমান সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন হলেও দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এ কারণেই অহরহ সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটছে বলেও মন্তব্য তার।

সোমবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন এরশাদ।

আগামী সংসদ অধিবেশনে তিনি সাংবাদিক নির্যাতনের বিষয়ে জানতে চাইবেন বলেও জানান।

নির্বাচন কমিশন গঠন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘আমি আগেও বলেছি, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। এ কারণে তাদের সময়ে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে আগামীতে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

এর আগে এরশাদ পটুয়াখালী জেলা ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেন।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/