সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / নাশকতার পরিকল্পনার অভিযোগে পেকুয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে পেকুয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান আটক


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জুকে আটক করেছে পুলিশ। তিনি পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও রাজাখালী ফাজিল মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। রবিবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির নিকটবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।

মঞ্জুর পারিবারিক সূত্র জানায়, প্রতারণাসহ কয়েকটি মামলা থাকলেও সেসব মামলায় জামিনে রয়েছেন তিনি।

অভিযোগ রয়েছে, আটক জনপ্রতিনিধি ও জামায়াত নেতা মঞ্জু ইতোপূর্বে তার ফেসবুক আইডিতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা, বন্যা, এলাকার দরিদ্র জনগোষ্টী নিয়ে নিরাপত্তাবাহিনীসহ সরকার বিরোধী বিভিন্ন স্ট্যাটাস প্রচার করলে তোলপাড় হয় পেকুয়াসহ পুরো কক্সবাজারে।

জানতে চাইলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ভুঁইয়া বলেন, আমি বাইরে রয়েছি। থানায় পৌছলে বিস্তারিত জেনে বলতে পারবো।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. মতিউল ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে এলাকায় নাশকতার পরিকল্পনা করছে অভিযোগ পেয়ে মঞ্জুকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

গত দেড়মাসে ৩টি পাহাড় কেটে সাবাড় : পাহাড়খেকো আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ?

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পাহাড় কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকলেও এসবের কোনো কিছুই ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/