Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / নিউ ইয়র্কে বহুতল ভবনে আগুন, নিহত ১২

নিউ ইয়র্কে বহুতল ভবনে আগুন, নিহত ১২


সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রংক্স কাউন্টিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১জন শিশুসহ এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪জন।

স্থানীয় সময় ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফোর্ডহাম ইউনিভার্সিটি এবং ব্রংক্স চিরিয়াখানার নিকটবর্তী প্রসপেক্ট এভিনিউ নামক স্থানে অবস্থিত পাঁচতলা একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ১৬০জন দমকল কর্মী বিরতিহীনভাবে কাজ করেছে বলে এক টুইটে জানিয়েছে নিউইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগ। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান নিউ ইয়র্ক শহরের মেয়র বিল দে ব্লাসিও।

মেয়রের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ১ বছরের এক শিশুরও মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরো চারজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

নিউইয়র্ক টাইমস বলছে, ভবনটির বয়স প্রায় ১০০ বছরেরও বেশি। এতে মোট ২০টি ফ্ল্যাট রয়েছে।

সূত্র:রাকিবুল হাসান-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

হামিদুল হক; ঈদগড় :কক্সবাজার জেলার ঈদগড় সড়কে সিএনজি -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/