সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পবিত্র শবে কদর আজ

পবিত্র শবে কদর আজ

ইসলাম ধর্মাবলম্বীদের বরকতময় এক রজনী লায়লাতুল কদর বা শবে কদর। আজ ২২ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর। হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ শবে কদর বা লায়লাতুল কদরের রাত্রিতে ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী চিন্তাবিদরা জাহান্নাম থেকে মুক্তির এ রজনী ইবাদত-বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার পরামর্শ দিয়েছেন যেন কোনোভাবেই ফযিলত পূর্ণ এ রাতের নেয়ামত থেকে মুমিনরা বঞ্চিত না হন।

ইসলাম ধর্মাবলম্বীদের মতে, মহাগ্রন্থ কোরআন অবতীর্ণের এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। এ রাতে মহান আল্লাহ রাব্বুল আলামীন অসীম ক্ষমা ও রহমতের সমস্ত দুয়ার খুলে দেন তার বান্দার জন্য।

 

বায়তুল মোকাররম জামে মসজিদের পেশ ইমামসহ ইসলামিক চিন্তাবিদরা বলেন, ‘হাজার মাসের থেকে একটা রাতের এবাদত বেশি উত্তম। বেশি গুরুত্বপূর্ণ। এই রজনী পাওয়ার জন্যে নবীগণ পর্যন্ত আবেদন করেছেন। আল্লাহতালা কোরআন নাজিল করেছেন রমজান মাসে। আবার শবে কদরেই তিনি কোরআন নাজিল করেছেন। শবে কদরই আসলে সর্বশ্রেষ্ঠ রাত্রি।’

মর্যাদাপূর্ণ এ রাতে নফল নামাজ জিকির-আসগার ও কোরআন তেলওয়াতের বিশেষ গুরুত্বের কথা বলেছেন ইসলামী চিন্তাবিদরা। তারা বলেন, ‘অসংখ্য বান্দাদের তিনি এই রাতে ক্ষমা করেন। এই রাত আসলে অন্যান্য রাতের থেকে ব্যতিক্রম। এবাদত করতে হবে নীরবে নিস্তব্ধে সাধনার মাধ্যমে।’ মহিমান্বিত রজনী শবে কদরে, ইবাদতের শুভফল লাভ করে মানবতার কল্যাণে তা বিশ্বময় ছড়িয়ে দেয়ার আহ্বান ইসলামী গবেষকদের।

এদিকে, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র  লাইলাতুল কদর উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি লাভের সুযোগ করে দেয় এই রাত। এই মহিমান্বিত রজনি মানব জাতিকে আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভেরও অপার সুযোগ এনে দেয়।’

‘মহিমান্বিত রজনী পবিত্র শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবে কদরের এই পবিত্র রজনিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। মহান আল্লাহ্ আমাদের প্রার্থনা কবুল করুন।’

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘লাইলাতুল কদর পবিত্র রমজানের এক মহিমান্বিত রজনী। এই রাতে মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাযিল হয়। পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়।’

পবিত্র এই রজনীতে তিনি মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানান।

সূত্র:ইতি আফরোজ/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/