সাম্প্রতিক....
Home / জাতীয় / প্রধানমন্ত্রীও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না: ইসি

প্রধানমন্ত্রীও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না: ইসি

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে চলছে নির্বাচন-পূর্ব সময়। এই সময়ে নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেউ-ই উন্নয়নমূলক কর্মকাণ্ড বা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

২১ নভেম্বর, বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন ইসি সচিব।

জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ‘৩ক’-এর (১) অনুযায়ী, নির্বাচন-পূর্ব সময়ে কোনো সরকারি, আধা-সরকারি, বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাইবে না।’

এ বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়কে আমরা নির্দেশনা দিয়েছি, নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে নতুন করে গ্রহণ না করা হয়। যে প্রকল্প আছে, সেগুলো চালু থাকবে। কিন্তু ভোটকে কেন্দ্র করে যাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড, টিন দেওয়া, বিজিএফ দেওয়া, মানুষকে সহায়তা দেওয়া, মসজিদ-মন্দিরে টাকা দেওয়া, এগুলো কিছুই করা যাবে না।’

প্রধানমন্ত্রী কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘না, পারবেন না।’

পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর; মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর ও ভোটের দিন ৩০ ডিসেম্বর।

সূত্র:প্রদীপ দাস-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/