সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ‘প্রিন্ট টেক-২০১৯’র দ্বিতীয় দিন আজ

‘প্রিন্ট টেক-২০১৯’র দ্বিতীয় দিন আজ

‘ইন্টারন্যাশনাল প্রিন্ট টেকনোলজি ট্রেড শো’ প্রিন্ট টেকের র ২য় দিন আজ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গত ১০ অক্টোবর শুরু হওয়া মুদ্রণ প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়। ৩ দিনব্যাপী এ আয়োজন চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

এই প্রদর্শনীতে একই ছাদের নীচে, মুদ্রণ শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি, মেশিনারিজ, কাগজ, কালি, ‌স্পেয়ার্সসহ বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শিত হচ্ছে। এবারের প্রদর্শনীতে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি চীন, সিঙ্গাপুর এবং ইন্ডিয়াসহ ১০টি দেশের ৬৫টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

এবারের আয়োজন সম্পর্কে বাংলাদেশ মূদ্রন শিল্প সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক ও মেলা বিষয়ক কমিটির আহ্বায়ক, জুলকর শাহীন বলেন, এ ধরনের প্রদর্শনী আমাদের দেশে প্রথম। প্রদর্শনীটি সফলভাবে করতে পেরে আমরা খুবই খুশি। দেশি-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের প্রিন্টিং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ আমাদের দেশের এ খাতকে আরও সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। এবারের আয়োজনের সাফল্য আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রদর্শনী আয়োজনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

প্রদর্শনীটি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/