সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ঈদগাঁওতে শুরু ড্রাইভিং ও ফ্রিল্যান্সিং কার্যক্রম

ঈদগাঁওতে শুরু ড্রাইভিং ও ফ্রিল্যান্সিং কার্যক্রম

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে ড্রাইভিং ও ফ্রিল্যান্সিংর নতুন প্রকল্প উদ্বোধন হয়েছে।

 

১৬ জানুয়ারী দুপুরে স্থানীয় স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এটু-আই প্রকল্পের যুগ্ম সচিব মোল্লা মিজানুর রহমান।


ঈদগাহ টেকনোলজি স্কুল (ইটিএস) কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা এবং উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান।

 


বক্তব্য রাখেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ। এই সময় স্থানীয় বিদ্যালয় সমূহের আইসিটি শিক্ষক ও প্রতিষ্ঠানটির বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বলেন, প্রযুক্তির যুগে কারিগরি দক্ষতা ছাড়া আত্মকর্মসনস্থানের ব্যবস্থা করা অত্যন্ত কঠিন। জীবন মুখী শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমে যুবকরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তিনি হাতে কলমে পেশাগত জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করেন।

 

পরে যুগ্ম সচিব মোল্লা মিজানুর রহমান
উপজেলার জালালাবাদ আল গিফারী (রাঃ) ইসলামিক সেন্টারে পরিচালিত হাউজ ওয়ারিং ও ইলেকট্রিক্যাল কোর্সের কার্যক্রম পরিদর্শন যান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/