সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ফলোআপ…. চকরিয়ায় দ্বিতীয় দিনের সওজের অভিযানে মহাসড়কের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফলোআপ…. চকরিয়ায় দ্বিতীয় দিনের সওজের অভিযানে মহাসড়কের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Bhangcor - Mukul 06.03.16 (news 2pic) f1 -2মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় সড়ক বিভাগের দ্বিতীয় দিনের অভিযানে মহাসড়কের উভয় পাশে দুই অংশের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সড়ক বিভাগের কর্মকর্তারা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মাতামুহুরী সেতু থেকে ফাঁসিয়াখালীর ভেন্ডিবাজার পর্যন্ত এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ছিলেন সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম অঞ্চলের এস্টেট কর্মকর্তা আবদুল মান্নান, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: এমদাদ হোসেন ও চকরিয়া উপ-বিভাগের সহকারি প্রকৌশলী মো: শহিদুল আলম।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া সড়ক উপ-বিভাগের সহকারি প্রকৌশলী মো: শহিদুল আলম বলেন, অভিযানের দ্বিতীয় দিনে সোমবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মাতামুহুরী সেতু থেকে ফাসিয়াখালী ভেন্ডিবাজার পর্যন্ত এলাকায় প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে চকরিয়া পৌরশহরের বেশির ভাগ দোকান ও মার্কেট মালিক নিজেদের উদ্যোগে স্থাপনা উচ্ছেদ করেছেন। তিনি বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কটি সম্প্রসারণ করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগের নির্দেশে দুই পাশের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে কক্সবাজার সড়ক বিভাগ অভিযান তৎপরতা জোরদার করেছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/