সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / বার্সার স্বপ্ন খুন, রিয়ালের শিরোপা পুনরুদ্ধার

বার্সার স্বপ্ন খুন, রিয়ালের শিরোপা পুনরুদ্ধার

ছবি : সংগৃহীত

ড্র করলেই চলে। তবে অপূর্নতা রাখলেন না রোনালদো-বেনজেমারা। পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মৌসুম শেষ করলো জিনেদিন জিদানের দল। ২১ মে রোববার মৌসুমের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারায় মালাগাকে। সেইসঙ্গে পাঁচ বছর অপেক্ষার পর আবারও স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধার করল তারা। স্পেনের জায়ান্ট ক্লাবটির এটি ৩৩তম লিগ শিরোপা। আগামী জুনের তিন তারিখে জুভেন্টাসকে হারালে লস ব্ল্যাঙ্কোসরা গড়বে ডাবল জয়ের নতুন ইতিহাস।

রোববার লা লিগায় শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বার্সেলোনাও। কিন্তু পরিসংখ্যানটা ছিল এমন যে, কাতালানদের শুধু জিতলেই হবে না। হারতে হবে রিয়াল মাদ্রিদকেও। বার্সেলোনা পিছিয়ে থেকেও জয় পেয়েছে ঠিকই কিন্তু হারেনি রিয়াল মাদ্রিদ। যে কারণেই এইবারের বিপক্ষে বার্সেলোনা ৪-২ গোলে জয় পেলেও শিরোপার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

যার মূল নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। মালাগার মাঠে ম্যাচ শুরুর দুই মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি। সেইসঙ্গে উৎসবের জোয়ারে ভাসে রিয়াল সমর্থকরা। চলতি মৌসুমে এটা রোনালদোর ২৫তম লিগ গোল। লিওনেল মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ৮ মৌসুমে ২৫ কিংবা তারও বেশি গোল করার রেকর্ড গড়লেন সিআর সেভেন। মালাগার বিপক্ষে তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে গোলব্যবধানে দ্বিগুন করেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এরপরও লড়াই চালিয়ে যায় দুই দল। কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। এর ফলে ২-০ গোলের জয়ে লিগ শিরোপা জয়ের উৎসবে মাতে রিয়াল শিবির।

গত বছরেই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে যোগ দেন জিনেদিন জিদান। প্রথম বছরেই বাজিমাত করেন তিনি। কোচ হওয়ার ছয় মাসের মধ্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় রিয়াল। এবার লিগ শিরোপা জয়েরও রেকর্ড গড়লেন তিনি। তবে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে জিনেদিন জিদান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসকে হারাতে পারলেই প্রথম দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নতুন ইতিহাস গড়বে জিদানের দল রিয়াল মাদ্রিদ।

অন্য ম্যাচে বার্সেলোনাকে চমকে দেন এইবারের তাকাশি ইনুই। ম্যাচের সাত এবং ৬১ মিনিটে দুই গোল করে এইবারকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। তবে ৬৩ মিনিটে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন জুনকা। এরপর ৭৩ মিনিটে লুইস সুয়ারেজ গোল করলে সমতায় ফিরে বার্সেলোনা। তবে ৭৫ মিনিটে গোল করে কাতালানদের এগিয়ে দেন মেসি। অতিরিক্ত সময়ের ৯২ মিনিটে পেনাল্টিতে মেসি আবারও গোল করলে ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। তবে শিরোপা হারিয়ে ফেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে।

৩৮ ম্যাচ থেকে ৯৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার উপরে অবস্থান রিয়ালের। সমান সংখ্যক ম্যাচ খেলা বার্সার সংগ্রহে ৯০ পয়েন্ট। ৭৮ পয়েন্ট নিয়ে লা লিগার তিনে অবস্থান অ্যাটলেটিকো মাদ্রিদের। ৭২ পয়েন্ট নিয়ে চারে থেকে মৌসুম শেষ করলো সেভিয়া।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/