সাম্প্রতিক....
Home / জাতীয় / বার কাউন্সিল নিবার্চনে বেসরকারী ফলাফলে যারা জয়ী

বার কাউন্সিল নিবার্চনে বেসরকারী ফলাফলে যারা জয়ী


বার কাউন্সিল নিবার্চনে বেসরকারী ফলাফলে যারা জয়ীবাংলাদেশ বার কাউন্সিল ২০১৮ নিবার্চনে বেসরকারি ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৪টি আসনের মধ্যে ১২টি আসন পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্যানেল। বিএনপি সমর্থিত প্যানেল জয়ী হয়েছে ২টিতে।

গতকাল সোমবার সারাদেশে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫৭ হাজার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবন ছাড়াও দেশের জেলা সদর এবং উপজেলা সদরের দেওয়ানি আদালত প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিল বিজয়ীদের নামের তালিকা গ্লোবালভিশন টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য তোলে ধরা হলো ।

বাংলাদেশ বার কাউন্সিল ১৪ মে ২০০১৮ সাধারণ আসনে বিজয়ীদেরর তালিকা ও প্রাপ্ত ভোটের সংখ্যা।

১. অ্যাটভোকেট. আব্দুল বাসেত মজুমদার (সাদা প্যানেল, আওয়ামীলীগ, ১৫০৯১ ভোট)।
২. অ্যাটভোকেট. শ.ম. রেজাউল করিম (সাদা প্যানেল, আওয়ামীলীগ, ১৩৭৭১ ভোট)।
৩. অ্যাটভোকেট. জেড.আই.খান পান্না (সাদা প্যানেল, আওয়ামীলীগ, ১৩৫৮২ ভোট)।
৪. অ্যাটভোকেট. ইউসুফ হোসেন হুমায়ুন (সাদা প্যানেল, আওয়ামীলীগ, ১৩১৫০ ভোট)।
৫. অ্যাটভোকেট. সৈয়দ রেজাউল রহমান (সাদা প্যানেল, আওয়ামীলীগ, ১৩১৫০ ভোট)।
৬. অ্যাটভোকেট. এ জে মোহাম্মদ আলী (নীল প্যানেল, বিএনপি, ১২৭৪২ ভোট)।
৭. অ্যাটভোকেট. মোখলেছুর রহমান বাদল (সাদা প্যানেল, আওয়ামীলীগ, ১২৫০৭ ভোট)।

আঞ্চলিক পর্যায়েও নিরঙ্কুস সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল। ৭টির মধ্যে আওয়ামীলীগ ৬টি ও বিএনপি ১টিতে জয়ী হয়েছে।

সূত্র:globalvision24.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/