সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / কুতুবদিয়ায় বেকার যুব গ্রুপের সদস্যদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু

কুতুবদিয়ায় বেকার যুব গ্রুপের সদস্যদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

শিক্ষিত বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে সামাজিক উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে ১৫ মে মঙ্গলবার সকাল ১০টায় ইপসার সিভিক প্রকল্প (উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্প) এর উদ্যোগে কুতুব কম্পিউটার একাডেমীর প্রশিক্ষণ রুমে যুবগ্রুপের সদস্যদের ৩ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু করেন।

প্রশিক্ষণ শুরুতে প্রকল্পের ফিল্ড অফিসার চাইলু (মার্মা) উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ১ম ব্যাচে ৮ জনকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরবর্তিতে প্রত্যেক সদস্যকে দফায় দফায় প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল তৈরী করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মস্থান সৃষ্টি করে সামাজিক উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধের কোন বিকল্প নেই বলে তিনি জানায়।

এ সময় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, সংবাদকর্মী মো: রাসেল খাঁন (জয়), কুতুব কম্পিউটার একাডেমীর পরিচালক নেচার কুতুবী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের ফিল্ড অফিসার কাইছার জাহান শিউলী, ছাত্রনেতা সালাহ উদ্দিনসহ প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীরা।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/