সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান নিয়ে রুল

বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান নিয়ে রুল

ফাইল ছবি

বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান কেন সংবিধানের সঙ্গে ‘সাংঘর্ষিক’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

পাশাপাশি ওই বিধান নারী ও শিশু অধিকার সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি ও সনদের সঙ্গে কেন ‘অসামঞ্জস্যপূর্ণ’ ঘোষণা করা হবে না- রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

১০ এপ্রিল সোমবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি করে এই রুল জারি করে।

আগামী চার সপ্তাহের মধ্যে আইনসচিব এবং নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’-এর বিশেষ বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৪ এপ্রিল হাইকোর্টে রিটটি করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি।

ছেলে ও মেয়ের বিয়ের ন্যূনতম বয়স আগের মতো ২১ ও ১৮ বছর বহাল থাকলেও আইনের ওই বিশেষ বিধানে বলা হয়, ‘এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক কোনো নারীর সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশনাক্রমে এবং মাতা-পিতার সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না।’

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/