সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / বিশ্বব্যাপী ৪৮ ঘণ্টা ইন্টারনেট সমস্যা

বিশ্বব্যাপী ৪৮ ঘণ্টা ইন্টারনেট সমস্যা

মূল ডোমেইন সার্ভারে আপডেট ও রক্ষণাবেক্ষণজনিত কারণে ইন্টারনেট সমস্যার মুখোমুখি হতে যাচ্ছেন গ্রাহকরা। এটির রক্ষণাবেক্ষণে প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগবে।

রাশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আপডেট ও রক্ষণাবেক্ষণে মূল ডোমেইন সার্ভার ও এ সংক্রান্ত অবকাঠামো কিছু সময়ের জন্য বন্ধ রাখা হবে। আর এতে বিশ্বব্যাপী ইন্টারনেট সমস্যার মুখোমুখি হতে পারে।

নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ক্রিপটোগ্রাফিক কী পরিবর্তনে ‘দ্য ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস’ (আইসিএএনএন) কাজ করবে। ক্রিপটোগ্রাফিক কী মূলত ইন্টারনেট অ্যাড্রেস বুক বা ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) সুরক্ষায় সহায়তা করে। সাইবার হামলা বৃদ্ধি ঠেকাতে এটি জরুরি বলে জানিয়েছে আইসিএএনএন।

দ্য কমিউনিকেশন্স রেগুলেটরি অথরিটি (সিআরএ) এক বিবৃতিতে বলেছে, নিরাপদ, টেকসই ও স্থিতিশীল ডিএনএস নিশ্চিতের জন্য বিশ্বব্যাপী ইন্টারনেট বন্ধ করা জরুরি। এতে কিছু গ্রাহক সমস্যায় পড়বেন, যদি তাদের সেবাদানকারী ইন্টারনেট প্রভাইডাররা (আইএসপি) এই পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকেন। তবে যথাথ নিরাপত্তা ব্যবস্থা নিলে এই সমস্যা এড়ানো যেতে পারে।

সূত্র:priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/