সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ভারতে পুরস্কৃত ‘সিটি অব লাইট’

ভারতে পুরস্কৃত ‘সিটি অব লাইট’

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2023/07/Entertainment-Prize-City-of-light.jpg?resize=540%2C330&ssl=1

অনলাইন ডেস্ক :

ভারতের ফেডারেশ অব ফিল্ম সোসাইটি আয়োজিত ‘ষষ্ঠ সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল’-এ ‘ঋত্বিক ঘটক সিলভার অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘সিটি অব লাইট’। এটি নির্মাণ করেছেন শাহাদাত রাসএল।


সম্প্রতি নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নিয়ে ৫দিনের আসরটি বসেছিলো কলকাতার চলচ্চিত্রের প্রাণকেন্দ্র নন্দনে। ৮ জুলাই সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রযোজক অর্নব দাস। এর আগে সিটি অব লাইট ফ্রান্সের কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যালে সেরা ফিল্মের অ্যাওয়ার্ড অর্জন করে।


নির্মাতা শাহাদাত রাসএল বলেন, ‘প্রতিটি সম্মাননা আগামীর কাজের সাহস ও শক্তি যোগায়। পাশাপাশি দায়বদ্ধতা তৈরি করে আরো ভালো কিছু করার। ঋত্বিক ঘটকের নামে পুরস্কার পাওয়াটা ভীষণ সম্মানের ও আনন্দের। আর এ ফিল্মের অর্জন আমার প্রযোজক ও শিল্পীসহ পুরো টিমের অর্জন, যারা আমার উপর আস্থা রেখেছিলো।’


বাংলার প্রান্তিক নারী জীবনের সাথে নাগরিক জীবনের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্য দিয়ে আলোর শহরের অদেখা অন্ধকার দিককে তুলে ধরা হয়েছে সিটি অব লাইটের গল্পে। এতে অভিনয় করেছেন নাফিস আহমেদ, মনিসা অর্চি, হাসনাত রিপন, শর্মী আকতার, ফাতেমা তুজ জোহরা ইভা, আশরাফ টুলু, সুমি ইসলাম। শিল্প নির্দেশনা দিয়েছেন শারমিন অর্পি। সংগীত পরিচালনা করেছেন মার্সেল ও নির্ঝর চৌধুরী।


জুনায়েদ আহমেদ ও অর্নব দাস প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন শাহাদাত রাসএল।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/