সাম্প্রতিক....
Home / জাতীয় / মন্ত্রিসভায় ঠাঁই পেলেন না যেসব হেভিওয়েট

মন্ত্রিসভায় ঠাঁই পেলেন না যেসব হেভিওয়েট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরইমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নাম ঘোষণা করেন।

এবারে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ৪৬ জন সদস্য। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং ৩ জন উপমন্ত্রী।

মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন যেসব হেভিওয়েট মন্ত্রী

তোফায়েল আহমেদ (বাণিজ্যমন্ত্রী), আমির হোসেন আমু (শিল্পমন্ত্রী), মতিয়া চৌধুরী (কৃষিমন্ত্রী), হাসানুল হক ইনু (তথ্যমন্ত্রী), মোহাম্মাদ নাসিম(স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী), শাহজাহান কামাল (বিমান ও পর্যটন মন্ত্রী), নরুল ইসলাম নাহিদ (শিক্ষামন্ত্রী), এ এইচ মাহমুদ আলী (পররাষ্ট্রমন্ত্রী), মুজিবল হক (রেলমন্ত্রী), রাশেদ খান মেনন (সমাজকল্যাণ মন্ত্রী), ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী), শাজাহান খান (নৌমন্ত্রী), আনোয়ার হোসেন মঞ্জু (পানি সম্পদ মন্ত্রী), আসাদুজ্জামান নূর (সংস্কৃতি মন্ত্রী)।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/