সাম্প্রতিক....
Home / জাতীয় / মন্ত্রিসভায় প্রথমবার ঠাঁই পেলেন যারা

মন্ত্রিসভায় প্রথমবার ঠাঁই পেলেন যারা


নতুন মন্ত্রিসভায় প্রথমবারের মতো ঠাঁই পেয়েছেন ১০ জন মন্ত্রী, ১৫ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

রোববার (৬ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। এবারের মন্ত্রিসভায় ৪৬ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী ৩ জন। গতবারের মন্ত্রিসভায় না থাকলেও এবারের মন্ত্রিসভায় অনেকেই স্থান পেয়েছেন।

প্রথমবারের মতো মন্ত্রী হয়ে পূর্ণমন্ত্রী হচ্ছেন ১০ জন। তারা হলেন- শ ম রেজাউল করিম, টিপু মুন্সী, গোলাম দস্তগীর গাজী, সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম সুজন, এ বি তাজুল ইসলাম, ড. এ কে আবদুল মোমেন, নুরুল ইসলাম সুজন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মো. শাহাব উদ্দিন।

প্রথমবারের মতো ১৫ জন প্রতিমন্ত্রী হচ্ছেন- খালিদ মাহমুদ চৌধুরী, ডা. এনামুর রহমান, আশরাফ আলী খান খসরু, কামাল আহমেদ মজুমদার, ইমরান আহমদ, স্বপন ভট্টাচার্য্য, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মো. মাহাবুব আলী, জাকির হোসেন, মো. মুরাদ হোসেন, ফরহাদ হোসেন, জাহিদ আহসান রাসেল, কে এম খালিদ, শরীফ আহমেদ, জাহিদ ফারুক।

অন্যদিকে প্রথম উপমন্ত্রী হচ্ছেন তিনজন- বেগম হাবিবুন্নাহার, এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল আহমেদ চৌধুরী নওফেল। আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/