সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু : এদের ধরিয়ে দিন : মাদক বিরোধী অভিযান ও প্রচারণা অনুষ্ঠানে বক্তারা

মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু : এদের ধরিয়ে দিন : মাদক বিরোধী অভিযান ও প্রচারণা অনুষ্ঠানে বক্তারা

Giasuddin 19-01-16গিয়াস উদ্দীন ভুলু, টেকনাফ :

মাসব্যাপী মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারী ১৬ উপলক্ষ্যে টেকনাফে মাদক বিরোধী গণস্বাক্ষর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে ১৯ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে টেকনাফ উপজেলা পরিষদ শহীদ মিনার চত্তরে গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়। গণস্বাক্ষর শেষে এক র‌্যালী পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেকনাফ উপজেলা নির্বহী কর্মকর্তা মোঃ শফিউল আলমের সভাপতিত্বে মাদক বিরোধী সভায় মিলিত হয়।

উক্ত সভা উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাং নুরুল আবছারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমান, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলনা রফিক উদ্দিন, মহিলা ভাইস তাহেরা আক্তার মিলি।

স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, শিক্ষক আশেক উল্লাহ ফারুকী, সচেতন নাগরিক মোঃ আলম বাহাদুর প্রমূখ।

উক্ত সভায় সরকারী-বেসরকারী কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, মাদকদ্রব্যে পাচার ও অপ ব্যবহার রোধে স্থানীয়দের সচেতন হতে হবে। সীমান্ত উপজেলা টেকনাফে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানায়। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানায়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/