সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

মালয়েশিয়ায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। সাধারণ ক্ষমা কর্মসূচিতে অবৈধ অভিবাসীরা তেমন আগ্রহী না হওয়ায় দেশটির অভিবাসন বিভাগ প্রতিদিনই ধরপাকড় চালাচ্ছে। এতে বৈধ প্রবাসীরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য দেশে ফেরায় সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কিন্তু মালয়েশিয়া ত্যাগে তারা আগ্রহী না হওয়ায় অভিবাসন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছেন অবৈধ বাংলাদেশিরা।

মালয়শেয়িয়ায় প্রবাসী বাংলাদেশিরা জানান আমরা কেউ অবৈধ হতে চাইনি। আমরা বৈধ পথেই এসেছি। প্রতারণার কারণে আমরা অবৈধ হয়ে গেছি।

এদিকে হাজার হাজার রিঙ্গিত জমা দিয়েও বৈধতা পাচ্ছেন না বলে অভিযোগ এ শ্রমিকদের।

তারা জানান, পাসপোর্ট-ভিসার জন্য তারা অনেক টাকা দিয়ে যাচ্ছ। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বের হলেই পুলিশ ধরছে তাদের।

দেশটিতে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাঁড়াশি অভিযানে আটক করা হয় প্রায় ৩৬ হাজার অবৈধ অভিবাসীকে। আটকদের যাচাই-বাছাই শেষে গ্রেফতার দেখানো হয় ৮ হাজার ৫৬ জন বাংলাদেশিকে। এ সময়ে অবৈধ অভিবাসীদের চাকরি দেয়া বা তাদের সহায়তা করার অভিযোগে ৯২২ কোম্পানি মালিককেও আটক করা হয়।

১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশত্যাগের সুযোগ পাওয়ার পরও যারা অবস্থান করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

 

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/07/Earthquake-Iceland.jpg

আইসল্যান্ডে একদিনে ২২০০ ভূমিকম্প

অনলাইন ডেস্ক : ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশপাশে একদিনে প্রায় ২ হাজার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/