সাম্প্রতিক....
Home / জাতীয় / রাজধানীতে ফেমবোসা’র ৯ম সম্মেলন শুরু

রাজধানীতে ফেমবোসা’র ৯ম সম্মেলন শুরু


সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনারদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে ফেমবোসা এর নবম সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘জবাবদিহী ও অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়া’। বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল রেডিসনে শুরু হয় দু’দিন ব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলন।

সম্মেলনে যোগ দিয়েছেন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানর নির্বাচন কমিশনের ২১ জন প্রতিনিধি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। প্রথম দিনের এই অধিবেশনে অনুষ্ঠিত হচ্ছে ৩টি সাধারণ ও ৮টি টেকনিক্যাল সেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আফগানিস্তান নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও ফেমবোসা’র বর্তমান চেয়ারপারসন গুলাজান আবদুল বদি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদার কাছে চেয়ারম্যানশীপ হস্তান্তর করবেন তিনি।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন https://coxview.com/islam-zakat-2/

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক :এ বছর দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/