সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুতে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রামুতে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শওকত ইসলাম; রামু :
কক্সবাজারের রামুতে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে রবিবার সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। এতে সভাপতিত্ব করেন, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ডিস্ট্রিক ফ্যাসিলিটিটেটর এভিসিবি-২ প্রজেক্ট এর ইউএনডিপি আখাই মং, কক্সবাজার, জেলা সমন্বয়কারি এভিসিবি-২ প্রজেক্ট ব্লাস্ট অলক কুমার রায়, রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম।

সঞ্চালনায় ছিলেন, উপজেলা সমন্বয়কারি এভিসিবি প্রজেক্ট-২ ব্লাস্ট রামু টিটু বড়ুয়া। কর্মশালায় রামুর বিভিন্ন ইউনিয়নের মহিলা মেম্বার, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারী-পুরুষ প্রতিনিধির অধিকার ও গুরুত্ব সমান। এ সুযোগ কাজে লাগিয়ে নারীদের সুবিচার পাওয়া নিশ্চিত করতে হবে। এজন্য নারী জনপ্রতিনিধিদের সবচেয়ে বেশী কার্যকর ভূমিকা রাখতে হবে। সর্বোপরি নারীর আত্মবিশ্বাস ও মর্যাদা বৃদ্ধি করতে হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/