সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করলেন রামু সেনানিবাসের চিকিৎসক দল

দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করলেন রামু সেনানিবাসের চিকিৎসক দল

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/12/ramu-army-camp.jpg?resize=620%2C374&ssl=1

দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করলেন রামু সেনানিবাসের চিকিৎসক দল

কামাল শিশির; রামু :

অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু সেনানিবাস।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রামু সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৭০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহসহ  চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন।

এসময় উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিক-নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিদ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এধরনের জনসেবামূলক কার্যক্রম দুঃস্থ ও অসহায় মানুষদের  শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা রাখছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/