সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মেহেরঘোনা ও জোয়ারিয়ানালা রেঞ্জে উচ্ছেদ অভিযান  

মেহেরঘোনা ও জোয়ারিয়ানালা রেঞ্জে উচ্ছেদ অভিযান  

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/12/Forest-Department-Sagar-28-12-21.jpg?resize=620%2C280&ssl=1

মেহেরঘোনা ও জোয়ারিয়ানালা রেঞ্জে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও:
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের নির্দেশনায় জোয়ারিয়ানালা এবং মেহেরঘোনা রেঞ্জের আওতাধীন ৫টি অবৈধভাবে পরিচালিত সমিল উচ্ছেদ করা হয়।
২৮শে ডিসেম্বর এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, বিজেবি, মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান, জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু। এতে বিট কর্মকর্তা ও স্টাফগণ অংশ নেন।
এ অভিযান পরিচালনা করে মেহেরঘোনা রেঞ্জে ৩টি, জোয়ারিয়ানালা রেঞ্জের ২টি সমিল উচ্ছেদ করা হয়। এছাড়াও প্রায় ৪শতাধিক ঘনফুট নানা প্রজাতির গাছ, বিভিন্ন যন্ত্রাংশসহ একটি ডিজেল মেশিন জব্দ করা হয়।
মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/