সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় চাঁদা আদায়কালে অস্ত্রসহ যুবক আটক

লামায় চাঁদা আদায়কালে অস্ত্রসহ যুবক আটক

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :
লামা উপজেলা থেকে দেশিয় তৈরি বন্দুকসহ জুয়েল ত্রিপুরা (২৮) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার বিকেলে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক জুয়েল ত্রিপুরা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকার বাসিন্দা অনজাহা ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।

 

সূত্র জানায়, জুয়েল ত্রিপুরাসহ আরও দুইজন সংঘবদ্ধ হয়ে বন্দুকের ভয় দেখিয়ে উপজেলার নাইক্ষংমুখ এলাকার স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল হাতেনাতে জুয়েল ত্রিপুরাকে আটক করে পুলিশকে সোপর্দ করেন। এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য দুইজন পালিয়ে যায়।

 

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/