সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় ডেসটিনির বাগান কাটায় মামলা : ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট

লামায় ডেসটিনির বাগান কাটায় মামলা : ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট

ডেসটিনির একাশি বাগানের কেটে ফেলা দৃশ্য।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় ডেসটিনি ট্রি প্লান্টেশনের ১শত একর ১টি একাশি বাগান চুরি করে কেটে ফেলেছে সংঘবদ্ধ সিন্ডিকেট। এই ঘটনায় বাদী হয়ে রোববার (৯ ডিসেম্বর) লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে প্রতিষ্ঠানটির বাগান গার্ড খোঁদা বক্স খাঁন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগে উল্লেখিত ৯ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। লামা কোর্টের সিআর মামলা নং- ২২০/১৮।

আসামীরা হল, কুতুব উদ্দিন, মো. আজিজুল হক, মো. বাবুল, মো. রুহুল আমিন, মো. মঞ্জুর, মো. মনছুর, মো. পারভেজ, মো. মনসুর ও মো. নুরু সহ অজ্ঞাত ৭০/৮০ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, ডেসটিনি ট্রি প্লান্টেশন ৭/৮ বছর আগে উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারমার পাড়ায় ২৫ একরের ৪টি রাবার প্লটে মোট ১শত একর জায়গায় একাশি বাগান সৃজন করে। গত ৩ ডিসেম্বর হতে ৬ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় ইউপি মেম্বার কুতুব উদ্দিনের নেতৃত্বে অভিযোগে উল্লেখিত আরো ৮জন সহ অজ্ঞাত ৭০/৮০ জন লোক দিয়ে বাগানের ৩০ হাজার গাছ কেটে চুরি করে নিয়ে যায়। যাতে করে কোম্পানীর ১ কোটি ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়। এছাড়া গাছ কাটার সময় ২০ হাজার ছোট চারা কেটে আরো ৪০ লক্ষ টাকার ক্ষতি করে। বাগানের দায়িত্বরত লোকজন গাছ কাটতে বাধা দিলে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালালে তারা কোনমতে প্রাণ নিয়ে ফিরে আসে।

ডেসটিনি ট্রি প্লান্টেশনের বান্দরবানের ম্যানাজার মো. শহীদুল ইসলাম কিরণ বলেন, এই গাছ চোর সিন্ডিকেট আগেও অনেকবার বাগানের গাছ কেটে নিয়ে গেছে। তারা নিষেধ করলে শুনেনা।

মামলার আইনজীবী এ্যাডভোকেট মো. মামুন মিয়া বলেন, লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক অভিযোগটি আমলে নিয়ে আসামী ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। মামলায় আরো ৭০/৮০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-16-5-24.jpeg

ঈদগাঁওতে প্রজাপতি প্রতীকের মেহেনূর আক্তার পাখির প্রচারণা চলমান

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/