সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় বন্য হাতির হামলায় ১ নারী নিহত

লামায় বন্য হাতির হামলায় ১ নারী নিহত

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামায় বন্য হাতির হামলায় এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম পাগলির আগা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা শাকেরা বেগম পাখি (৫৮) পাগলির আগা এলাকার আশ্রাফ আলীর স্ত্রী।

রাতে ঘটনাস্থল পরিদর্শন করে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার। তিনি জানান, টিউবয়েল থেকে পানি আনতে গেলে অন্ধকারে বন্য হাতির সামনে পড়ে যায় বৃদ্ধা মহিলাটি। তখন হাতিটি শাকেরাকে পেঁচিয়ে ধরে আছঁড়ে মেরে ফেলে। উগ্র বন্য হাতিটি সরে গেলে কিছুক্ষণ পরে পরিবারের লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করে জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কামাল উদ্দিন বলেন, অনেক রাতে আমরা ঘটনাস্থলে পৌছায়। লাশের প্রাথমিক সুরহাতাল রিপোর্ট তৈরি করি। এই ঘটনায় আজ রোববার (৩ জুন) একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/