সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / শতাব্দীর দীর্ঘ চন্দ্রগ্রহণ ২৭ জুলাই

শতাব্দীর দীর্ঘ চন্দ্রগ্রহণ ২৭ জুলাই

 

চলতি মাসেই শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ হবে বলে জানা গেছে।

পূর্ণ চন্দ্রগ্রহণের বিষয়টি জানিয়েছে ‘মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস’(এমওইস)। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে আরো জানা গেছে, চলতি মাসের ২৭ তারিখ পূর্ণ চন্দ্রগ্রহণ হবে।

শনিবার (১৪ জুলাই) সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১২টা নাগাদ গ্রহণ শুরু হলেও পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যাবে রাত ১টার দিকে। তার পরে প্রায় ২ ঘণ্টা ৪৩ মিনিট পর থেকে আবারও মুখ দেখাতে শুরু করবে চাঁদ।

জুলাইয়ের ২৭-২৮ তারিখ, পৃথিবী থেকে তার সাধারণ দূরত্বের তুলনায়, অনেকটাই দূরে থাকবে চাঁদ। এবং তার গতিও হবে ধীর।

এর আগে, দীর্ঘতম চন্দ্রগ্রহণ হয়েছিল ২০০০ সালের ১৬ জুলাই। সময় ছিল ১ ঘণ্টা ৪৬ মিনিট। এই শতাব্দীতে এর আগে এমন লম্বা পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল ২০১১ সালের ১৫ জুন। সময় ছিল ১ ঘণ্টা ৪০ মিনিট।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৩০ মার্চ; ইতিহাসের এইদনে https://coxview.com/sergio-ramos-sports-birth-day/

৩০ মার্চ; ইতিহাসের এইদনে

সার্জিও রামোস গার্সিয়া একজন স্প্যানিশ পেশাদার ফুটবলার যিনি লা লিগা ক্লাব সেভিলার হয়ে সেন্টার-ব্যাক হিসেবে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/