সাম্প্রতিক....
Home / জাতীয় / শিক্ষায় নয়, ঢাবির স্ট্যান্ডার্ড বিচার হচ্ছে চা-সিঙ্গাড়ার দামে: রিজভী

শিক্ষায় নয়, ঢাবির স্ট্যান্ডার্ড বিচার হচ্ছে চা-সিঙ্গাড়ার দামে: রিজভী


সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত না হলে ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (০৩ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, ‘জ্ঞানান্বেষণ এবং সৃজনশীলতার বিচারে নয়, এখন চা সমুচার দামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড বিচার করা হচ্ছে।’

তিনি দাবি করেন, ভোটের পরিবেশ সৃষ্টি না হলে ডাকসু নির্বাচন হবে জালিয়াতির নির্বাচনের ধারাবাহিকতার আরেক সংযোজন।

রিজভী বলেন, ‘মহা ভোট ডাকাতির নির্বাচনের পর ভুয়া ভোটের সরকারের অনুগত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে। দুর্দশাগ্রস্ত গণতন্ত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটুকু সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে সেটা নিয়ে জনগণের সংশয় রয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড বিচার করা হচ্ছে জ্ঞানান্বেষণ বা সৃজনশীলতার শ্রেষ্ঠত্বে নয়, বরং চা সমুচা এবং আলুর চপের মূল্যে। আমি কথাটা কেন বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শেখার স্বাধীনতা, গবেষণার স্বাধীনতার মাধ্যমে সত্যের সন্ধান কখনোই নিশ্চিত হবে না যদি সেখানে সহাবস্থান ও পরমত সহিষ্ণুতা না থাকে, মুক্ত কণ্ঠে বিতর্কের স্বাধীনতা না থাকে। ক্যাম্পাসগুলো একদলীয় দুঃশাসনের প্রবল প্রতাপের অংশীদার বলেই এখান শিক্ষার উৎকর্ষতার চেয়ে চা সিঙ্গাড়া চপের উৎকর্ষতার বাণী শুনতে পাওয়া যায়।’

সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত না হলে ডাকসু নির্বাচন ভোট ডাকাতির আরেকটি বড় সংযোজন হবে বলেও দাবি করেন তিনি।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন https://coxview.com/islam-zakat-2/

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক :এ বছর দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/