সাম্প্রতিক....
Home / জাতীয় / শিগগিরই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে: প্রধানমন্ত্রী

শিগগিরই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, নীতিমালার আলোকে শিগগিরই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। বুধবার (৪ জুলাই) বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বের কাছে বিস্ময়।

তিনি বলেন, ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার সাপেক্ষে এমপিওভুক্ত করার লক্ষ্যে এরইমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০১৮ জারি করা হয়েছে। উল্লেখিত নীতিমালার অনুসরণে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘মাত্র ৯ বছরের মধ্যে যে উন্নয়ন করেছি, সেই উন্নয়নে বলতে গেলে বিশ্ব আজ বিস্মিত। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে গ্র্যাজুয়েশন, আমরা সমুদ্র থেকে মহাকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছি এত দ্রুত সময়ে- সেটার জন্য সকলের আজ বাংলাদেশের দিকে দৃষ্টি পড়েছে। যে বাংলাদেশকে এসময় মানুষ মনেই করতো যে- শুধু ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায়। এখন বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায় না। আর ভবিষ্যতে বেড়াবেও না।’

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান স্বাধীনতা দিবস

অনলাইন ডেস্ক : আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/