সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘সবার আমলনামা আছে, যিনি বেশি গ্রহণযোগ্য তিনিই মনোনয়ন পাবেন’

‘সবার আমলনামা আছে, যিনি বেশি গ্রহণযোগ্য তিনিই মনোনয়ন পাবেন’


শুধু নেতা-কর্মীদের কাছে নয়, জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচন কবে হবে এটা দলের নয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।

এ সময় দলীয় নেতাকর্মীদের প্রতি ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিযোগিতা অসুস্থতার দিকে যাচ্ছে। অস্থিরতার দিকে যাচ্ছে। এখন সবাই এমপি হওয়ার প্রতিযোগিতায় দলের শৃঙ্খলা বিচ্যুতির কারণ ঘটাচ্ছে। দায়িত্বশীল নেতারা যদি অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়েন তাহলে কর্মীরা কি শিখবে? আপনার মনে ইচ্ছা আছে, আপনি নমিনেশন নিবেন। আপনার ইচ্ছা থাকতেই পারে। শুধু একজনই নমিনেশন চাইবে তাতো নয়। অন্যরাও চাইতে পারে। আমাদের পার্টি ফান্ড বাড়বে। ২৫ হাজার টাকা দিতে হবে। এবার ভাবছি টাকার পরিমাণ বাড়িয়ে দেবো।’

তিনি আরো বলেন, ‘প্রচারণা হবে আমাদের প্রতিপক্ষের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে। আর আপনারা গ্রুপ মিটিং করে একজন আরেকজনকে অবাঞ্ছিত করছেন। এরচেয়ে আত্মঘাতী প্রচারণা আর কিছু হতে পারে না। এই প্রবণতা বন্ধ করতেই হবে। গ্রুপিং করে এক পক্ষ আরেক পক্ষকে অবাঞ্ছিত করবেন তা কঠোরভাবে বন্ধ করা হবে। কারো অভিযোগ থাকলে সরাসরি লিখিত আকারে কেন্দ্রীয় অফিসে অভিযোগ দিবেন। এখানে দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি নিয়ে সমাধান করবেন। না হলে আমার কাছে আসবেন। তাও না হলে আমাদের সুপ্রিমও তো আছেন। আমাদের পার্টির প্রেসিডেন্ট আছেন। তার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত দেবো। তা বাদে যারা এই সব অসুস্থ কাজ করবেন তারা শাস্তির আওতায় আসবেন। যদি ভেবে থাকেন এইভাবে মনোনয়ন পাবেন তাহলে বোকার স্বর্গে বাস করছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘জরিপ রিপোর্ট আছে আমাদের সভাপতির কাছে। আমলনামা আছে। ছয় মাস পরপর আপডেট হচ্ছে। সর্বশেষটাও আপডেট হয়ে গেছে। এগুলো নিয়ে বসা হচ্ছে। বিশেষজ্ঞ টিম আছে। যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বসে নেই। জনমতের ভিত্তিতেই নমিনেশন দেয়া হবে। প্রার্থী ১০/১৫ জন হতে পারে যিনি বেশি গ্রহণযোগ্য তাকেই মনোনয়ন দেয়া হবে।’

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন https://coxview.com/islam-zakat-2/

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক :এ বছর দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/