সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সরকারী কোষাগার থেকে বেতন-পেনশন পাওয়ার দাবিতে চকরিয়ায় কর্মবিরতী পালিত

সরকারী কোষাগার থেকে বেতন-পেনশন পাওয়ার দাবিতে চকরিয়ায় কর্মবিরতী পালিত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন সরকারের কোষাগার থেকে প্রদানের দাবিতে সারাদেশের ন্যায় একঘন্টার কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট পালন করেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ে এ কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।

চকরিয়া পৌরসভা কর্মচারী পরিষদের সভাপতি বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্মকর্তা-কর্মচারী পরিষদের চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আবু রাশেদ মো.জাহেদ উদ্দিন।

পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সমিতির চট্টগ্রামের বিভাগীয় সহ-প্রচার সম্পাদক রাজিবুল হাসান চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী সমিতির উপদেষ্টা ও চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, ডা.লোকমান হাকিম, পৌরসভার সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, জহুরুল মাওলা, আরিফুল মোস্তাফা, মোস্তাক আহমদ, ওসমান গণি, রাকিব হাসান, আবদুল হামিদসহ প্রমুখ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ কারাগারে

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিক আহমদকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/