সাম্প্রতিক....
Home / জাতীয় / সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী


চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে অফিসও করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা সেনানিবাসে আজ রোববার (১৩ জানুয়ারি) সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

পরে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের উপস্থিতিতে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়।

এরপর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তার নিজ কার্যালয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানরা।

পরে, সশস্ত্র বাহিনী বিভাগ মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

পরে তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সশস্ত্র বাহিনীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগ মাল্টি পারপাস হলে তার দফতরের কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর চা চক্রে মিলিত হন।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন https://coxview.com/islam-zakat-2/

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক :এ বছর দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/