সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/11/PM-Sowden.jpg?resize=600%2C360&ssl=1

অনলাইন ডেস্ক :
পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার এক সপ্তাহ পর পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। লোফভেন বলেছেন, এসব দিক বিবেচনায় আমি স্পিকারকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছি।

সোমবার (২৮ জুন) দেশটির পার্লামেন্টের স্পিকার আন্দ্রিয়াস নোরলেনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বুধবার তার এই পদত্যাগে অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে দিয়েছে।

গত সপ্তাহে স্যোশাল ডেমোক্র্যাটসের নেতা হিসেবে লোফভেনের স্থলাভিষিক্ত হন অ্যান্ডারসন এবং নতুন সরকার গঠনের জন্য পার্লামেন্টের স্পিকারের প্রথম পছন্দ হতে পারেন তিনি। লোফভেন বলেছেন, আমাদের এক বছরের কম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবং দ্রুত ক্ষমতা হস্তান্তরই গুরুত্বপূর্ণ।

গত ২১ জুন সুইডেনের পার্লামেন্টে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা ভোট দেওয়ায় সরকারের পতন ঘটে। পার্লামেন্টের ৩৪৯ জন সদস্যের মধ্যে ১৮১ জন প্রস্তাবের পক্ষে ভোট দেন। ভোটদানে বিরত ছিলেন ৫১ জন। সুইডিশ ইতিহাসে প্রথমবারের মতো কোনও প্রধানমন্ত্রী সংসদের ভোটাভুটিতে হেরে যান।

লোফভেন পদত্যাগ করায় এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। আগামী বছরের সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/