সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ১৮৫ কিমি গতিবেগের স্পিডবোট বানাচ্ছে ইরান

১৮৫ কিমি গতিবেগের স্পিডবোট বানাচ্ছে ইরান

ইরান এমন এক ধরনের স্পিডবোট তৈরি করছে যা ঘন্টায় ১০০ নটিক্যাল মাইল বা ১৮৫ কিলোমিটার বেগে চলতে পারবে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার এডমিরাল আলী রেজা তাংসিরি এ কথা জানিয়েছেন।

গতকাল বুধবার ইরানের উত্তরাঞ্চলীয় রাশ্ত শহরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আলী রেজা তাংসিরি বলেন, খুব শিগগিরই ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব সক্ষমতা ও দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই স্পিডবোটের নির্মাণকাজ শুরু করবেন।

তিনি বলেন, ৯০ নটিক্যাল মাইল বেগে চলতে পারে এমন নৌযান আজ উন্মোচন করা হচ্ছে।

ইরানের শীর্ষ পর্যায়ের এ সামরিক কর্মকর্তা বলেন, পারস্য উপসাগরে বিদেশি সেনাদের উপস্থিতি এ অঞ্চলকে নিরাপত্তাহীন করা ছাড়া আর কিছু দেয়নি।

এডমিরাল তাংসিরি বলেছেন, বাইরের শক্তিগুলো তাদের অবৈধ উপস্থিতিকে নিরাপত্তা প্রতিষ্ঠার অযুহাতে বৈধতা দেয়ার চেষ্টা করে, অন্যদিকে তারা তাদের অস্ত্র বিক্রির জন্য যুদ্ধে লিপ্ত হয়।

তিনি বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব একমাত্র অঞ্চলের দেশগুলোর। আমরা এ বিষয়ে বারবার পারস্য উপসাগরীয় এলাকার দেশগুলোকে এ বার্তা দেয়ার চেষ্টা করেছি যে, আমরা নিজেরাই সম্মিলিতভাবে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারি।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/