সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ২৮ জানুয়ারিই হচ্ছে কক্সবাজার জেলা আ’লীগের সম্মেলন : সিদ্ধান্ত স্বয়ং শেখ হাসিনার

২৮ জানুয়ারিই হচ্ছে কক্সবাজার জেলা আ’লীগের সম্মেলন : সিদ্ধান্ত স্বয়ং শেখ হাসিনার

Shekh Hasina-শহীদুল্লাহ কায়সার; কক্সভিউ :
আগামি ২৮ জানুয়ারিই হচ্ছে কক্সবাজার জেলা আওয়ামীলীগ’র সম্মেলন। এই সিদ্ধান্ত স্বয়ং প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার। ইতিপূর্বেও তিনি সরাসরি হস্তক্ষেপ করে ঝালকাঠি ও চাঁদপুর জেলা আওয়ামীলীগ’র সম্মেলন করিয়েছিলেন। সম্মেলনে ব্যক্তিগত ব্যস্ততার কারণে তাঁর উপস্থিত থাকা সম্ভব হবে না। আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেই সম্মেলন সম্পন্ন করবেন। ১৮ জানুয়ারি সকালে শহরের এক তারকামানের হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের একথা বলেন। ‘যদি’ সম্মেলন পিছিয়ে যায় তাহলে কি করা হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন আর ‘যদি’ বলতে কোন শব্দ নেই। ‘যদি’ শব্দটি নদীতে ফেলে দিতে হবে। আগামি দিনে কক্সবাজার জেলা আওয়ামীলীগ’র নেতৃত্ব কীভাবে নির্বাচন করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদায়ী সভাপতি/সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাকদের নিয়ে গঠিত সাবজেক্ট কমিটির সাথে আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করা হবে। সেখানে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না হলে সরাসরি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হবে। বিএনপি’র সাথে সংলাপের কোন সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী ও আওয়ামীলীগ’র প্রেসিডিয়ামের এ সদস্য বলেন, সেদিনই সংলাপের সম্ভাবনা শেষ হয়ে গেছে। যেদিন প্রধানমন্ত্রীর ফোনালাপে সাড়া দেননি খালেদা জিয়া। সেদিন যদি তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সংলাপ করতে যেতেন। তাহলে পরিস্থিতি হয়তো পাল্টাতে পারতো।  সদ্য সম্পন্ন হওয়া পৌর নির্বাচন নিয়ে কোন প্রশ্ন উঠেনি উল্লেখ করে তিনি বলেন, বিগত ৩টি নির্বাচনের তুলনায় এ নির্বাচনে রক্তপাত অনেক কম ছিল। দলীয় প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে এসেছে। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত বিএনপি এই ধারা অব্যাহত রাখুক। দেশবাসী সেটাই প্রত্যাশা করে। বিদেশীদের চাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাইরের চাপে মাথানত করার মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নন। বিদেশীদের কাছে নালিশ করা আমাদের জন্য সম্মানজনক নয়। নালিশ করলে করতে হবে দেশের জনগণের কাছে।
মহেশখালী উপজেলার সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একটি উপজেলার সম্মেলন জেলা সম্মেলনে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। দেশের অনেক জেলায় কয়েকটি উপজেলা সম্মেলন সম্পন্ন না করে জেলা সম্মেলন সম্পন্ন করা হয়েছে বলে উদাহরণ টানেন এ রাজনীতিক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/